প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কারোয়ার সফরের সময় শুক্রবার ভারতীয় নৌবাহিনীর শক্তিশাল সাবমেরিন আইএনএস খান্দেরিতে যান। সাবমেরিনেও চড়েন তিনি। এজাতীয় ৭৫টি সাবমেরিন তৈরির প্রকল্প নিয়েছে কেন্দ্রীয় সরকার। যারমধ্যে এটি দ্বিতীয় সাবমেরিন। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে নির্মিত হয়েছে। খান্দেরি প্রথম কমিশন হয়েছিল গত বছর ১৯ সেপ্টেম্বর। পুরোদস্তুর সেনা বাহিনীর সদস্যদের মত পোশাক করেই রাজনাথ সিং এদিন খান্দেরির একটি সাবমেরিনে চড়েন। তার আগে কথা বলেন প্রতিরক্ষা কর্তাদের সঙ্গে। সেখানে তাঁকে সেনাবাহিনীর তরফে বর্ণাঢ্য অভিনন্দন জানান হয়েছিল।