প্রজেক্ট সীবার্ড, কর্নাটকের কারওয়ার নৌ ঘাঁটিতে ১১০০০ একর এলাকার ওপর তৈরি করা হবে একটি কেন্দ্র। যেখান যুদ্ধ জাহাজকে নৌবহর সমর্থন ও রক্ষনাবেক্ষণ করবে। ভারতের একমাত্র বিহানবাহী আইএনএস বিক্রামাদিত্যের হোম ঘাঁটিও এটি। কারওয়ার ২০২৫ সালের মধ্যে এশিয়ার বৃহত্তম নৌঘাঁটিতে পরিণত হবে।