রেনু দেবী বিহারের উপ মূখ্যমন্ত্রী হবার পর খুশীর হাওয়া হাওড়ার জগাছায়।এখানে শ্বশুরবাড়িতে থাকতেন রেনু দেবী।বর্তমানে তিনি বিহারে থাকলেও মাঝেমধ্যে আসাযাওয়া করেন। এখনও যোগাযোগ রয়েছে হাওড়ার সঙ্গে। বর্তমানে এই বাড়িতে থাকেন তার খুবই ঘনিষ্ঠ ববন প্রসাদ সিং। তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার খবরে স্বভাবতই খুশি ববব প্রসাদ সিং।