আলোর সাজে সেজে উঠেছে অযোধ্যা থেকে কেদারনাথ মন্দির। অযোধ্যায় শুরু হয়েছে দীপাবলির উৎসব। সেই উপলক্ষ্যে লেজার শো চলছে সরজুর তীর। পাশাপাশি সরজূ নদীর দুই ধার সাজানো হয়েছে আলো দিয়ে। পরিবার থেকে দূরে থেকে সীমান্তে কর্তব্যরত জওয়ানরাও দীপাবলির আনন্দে সামিল হয়েছেন।