দিল্লিতে প্রায় এক পক্ষকাল ধরে চলছে কৃষক বিক্ষোভ। নয়া কৃষি আইন সম্পর্কে ইতিমধ্যেই তাঁদের সঙ্গে আলোচনায় বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কৃষিমন্ত্রী নরেন্দ্র সি তোমর। কেন্দ্রের পক্ষ থেকে লিখিত প্রস্তাব দিয়ে বলা হয়েছে এমএসপি সুরক্ষা এবং চুক্তি চাষ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র। তা সত্ত্বেও অচলাবস্থা কাটেনি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে আসছেন বিভিন্ন কৃষক সংগঠনের নেতারা। তবে তাঁরা কি আদৌ মাটির সঙ্গে যুক্ত? চাষের সঙ্গে যুক্ত? দেখুন তো -