রেকর্ড পতন সোনার দামে, একধাক্কায় দাম কমল হাজারেরও বেশি

এক ধাক্কায় রেকর্ড হারে দাম কমল সোনার। দেশের প্রতিটি রাজ্যেই বৃহস্পতিবার সোনার দাম অনেকটা কমেছে। ফলে সাধ মিটিয়ে কিছুটা কেনাকাটা হয়তো সম্ভব এবার। বৃহস্পতিবার সোনার দাম কমেছে হাজার টাকারও বেশি। 

Parna Sengupta | Published : Aug 26, 2021 7:47 PM
18
রেকর্ড পতন সোনার দামে, একধাক্কায় দাম কমল হাজারেরও বেশি

ভারতে সোনার দাম কমেছে হাজার টাকারও বেশি। ফলে বেশ স্বস্তিতে সাধারণ মানুষ। সোনার আকাশ ছোঁওয়া দামে মাথায় হাত পড়েছিল আম আদমির। 

28

ভারতে বৃহস্পতিবার সোনার দাম প্রতি ১০০ গ্রামে কমেছে ১৬০০ টাকা। ২২ ক্যারেটের প্রতি ১০ গ্রাম সোনার দাম কমেছে ১৬০ টাকা।

38

আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ড ০.১ শতাংশ কমিয়ে ১৭৮৮.১৭ মার্কিন ডলার প্রতি আউন্স, ইউএস গোল্ড ফিউচার ১,৭৮৯.৮০ মার্কিন ডলারে নেমে এসেছে।

48

দিল্লিতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬৫০০ টাকা। কলকাতায় সোনার দাম ২২ ক্যারেটের ১০ গ্রামের দাম ৪৬,৮৫০ টাকা। 

58

মুম্বাইয়ে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৬,৪৯০ টাকা। চেন্নাইতে ২২ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৪৪৭৪০ টাকা।

68

বিশ্ব বাজারে সোনার দামের পতন। তার কারণে ভারতেও সোনার দাম হুড়মুড়িয়ে পড়েছে। আগামী দিনে নাকি আরও কমতে পারে সোনার দাম তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

78

অথচ দুদিন আগেই চড়চড়িয়ে বাড়ে ১০ গ্রাম সোনার দাম। গত  কয়েকদিনে সোনার দাম কমায় মধ্যবিত্তের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ফের দাম বাড়ে সোনার। তবে ফের কয়েকদিনের মধ্যে একলাফে অনেকটা বেড়ে গেল সোনার দাম।

88

গত বছর অগাষ্টে সোনার দাম ছিল ৫৬, ২০০ টাকা। যা এখনও পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। এমসিএক্স  সূচক অনুযায়ী সোনার দাম বর্তমানে ৪৮,২৭৮ টাকা ট্রেন্ড করছে, যা রেকর্ড দামের চেয়ে অনেকটাই সস্তা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos