কাউন্সিলরা মেয়েটিকে ধীরে ধীরে বোঝান, ইন্টারনেটে নগ্ন ছবি পোস্ট করা এক ধরণের সাইবার অপরাধ। তবে খুব সহজে তার নেশা কাটানো যায়নি। তবে, নিয়মিত কাউন্সেলিংয়ের পর, কিশোরীটি েখন তার সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটি মুছে ফেলেছে। সে কাউন্সিলরদের জানিয়েছে, েখন থেকে সে শুধুমাত্র পড়াশোনার জন্যই মোবাইল ফোন ব্যবহার করবে। আর, সেটাও বাবা-মায়ের সামনে, যাতে পুরোনো নেশার ভূত আবার না ঘাড়ে চেপে বসে।