করোনাভাইরাসের আক্রান্ত বিশ্বে ক্রমশই আতঙ্কের কারণ কারণ হয়ে দাঁড়াচ্ছে ডেল্টা স্ট্রেইন। ভারতের দ্বিতীয় তরঙ্গের জন্যেও অনেকটাই দায়ি কোভিড ১৯ এর ডেল্টা স্ট্রেইন (B1.617.2)। কিন্তু এই ডেল্টা স্ট্রেইনের বিরুদ্ধে কতটা কার্যকর সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার তৈরি কোভিশিল্ড? তা নিয়েই একটি সমীক্ষা চালিয়েছিল ইন্ডিয়ার কউন্সিল অব মেডিক্য়াল রিসার্চ (ICMR)। সেই সমীক্ষায় উঠে এল এক ভয়ঙ্কর তথ্য। যেখানে দেখা যাচ্ছে কোভিশিল্ডের দুটি ডোজ নেওয়ার পরেও ডেল্টার বিরুদ্ধে কোনও অ্যান্টিবডি তৈরি হয়নি।