গত মাসেই প্রকাশিত হয়েছে তৃতীয় পর্যায়ের ট্রায়াল রানের রিপোর্ট। সেই সমীক্ষায় দেখা গেছে, দুটি ডোজের পর দেখা যাচ্ছে এটি গড়ে ৭০ শতাংশ কার্যকর। একটি ডোজের পরই দেখা গিয়েছিল এটি ৯০ শতাংশ কার্যকার। সেখানে ফাইজারেরটির কার্যকারিতা ছিল ৯৫ শতাংশ। আর মোডার্নার টিকার কার্যকারিতা ছিল ৯৪.৫ শতাংশ।