আবৃতি করলে বিনামূল্যে পেট্রোল
দিন কয়েক আগে পর্যন্ত তামিলনাড়ুর কারুর জেলার এক পেট্রোল পাম্পে, কোনও ভুল ভ্রান্তি ছাড়া 'তিরুক্কুরাল' আবৃত্তি কারতে পারলে শিশুদের বিনামূল্যে ১ লিটার করে পেট্রোল সরবরাহ করা হচ্ছিল। গত ১৬ জানুয়ারি তিরুবল্লুভার দিবস উপলক্ষে এই সুযোগ চালু করা হয়েছিল। একইসঙ্গে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদ এবং তিরুবল্লুভার-কে স্মরণ করার অভিনব উদ্যোগ নিয়েছিল তারা।