মল রোড থেকে প্রায় আধ কিলোমিটার দূরে অবস্থিত মেরঠের ক্যান্টনমেন্ট এলাকা, সন্ধ্যার নিস্তব্ধতা তো দূরের কথা, দিনের বেলাতেও কেউ এখানে যাওয়ার সাহস করতে পারে না। সাহস করে বাড়ির সামনে গেলেও বাংলোর ভেতরে ঢুকলে ভয়ে ঘাম ঝরতে পারে। শুনতে অবাক লাগলেও এটা সত্যি যে, শত বছরের পুরনো এই বাংলোটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে কিছু অলৌকিক রহস্যের গন্ধও পাওয়া গেছে। সন্ধ্যার নীরবতা থেকে দূরে, দিনের বেলাতেও এই ভূতের বাংলো দেখলে লোকে ভয় পায়। এই বাংলোটি দেশের প্রথম দশটি ভূতের বাংলোর মধ্যে একটি। এই বাংলোয় প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে মেরঠ প্রশাসন। তবে, প্রশাসনের অনুমতি নিয়েই এই জায়গা পরিদর্শন করা যায়।