গত আট বছর ধরে প্রধানমন্ত্রীর পদে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণত, প্রতিষ্ঠান বিরোধিতার অঙ্কে, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে নেতাদের জনপ্রিয়তা কমে। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষেত্রে ঘটছে ঠিক তার উল্টো। তাঁর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত দেশের ১০০ জন সবথেকে ক্ষমতাধর ব্যক্তির তালিকা, আবার সেই কথাই প্রমাণ করল। তবে, এবারের শক্তি তালিকায় সবথেকে আকর্ষণীয় উত্থান ঘটেছে উত্তরপ্রদেশের পুনর্নির্বাচিত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আর বিজেপিকে টক্কর দেওয়ার ক্ষেত্রে কে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় না অরবিন্দ কেজরিওয়াল? তারও একটা ইঙ্গিত দিয়েছে এই তালিকা। এতে রাজনীতিবিদ এবং শিল্পপতিদের ভিড় বেশি থাকলেও, রয়েছে অন্য জগতের কেউকেটাদের নামও -