চাপে পড়ে গেল চিন-পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারতীয় সেনা তাদের স্নাইপার বাহিনীর হাতে তুলে দিল ফিনল্যান্ডে তৈরি অত্যাধুনিক রাইফেল সাকো .৩৩৮ টিআরজি-৪২ (Sako TRG-42 Sniper Rifle), যা কার্যকরভাবে দেড় কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সংবাদ সংস্থা পিটিআইকে, ভারতীয় সেনার একজন পদস্থ আধিকারিক বাহিনীতে এই অত্যাধুনিক স্নাইপার রাইফেল অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছেন। জেনে নেওয়া যাক, এটি কেন পাকিস্তান ও চিন সেনার পাশাপাশি, জঙ্গিদের ঘুম ছুটিয়ে দিতে পারে -