Published : Dec 10, 2020, 02:50 PM ISTUpdated : Dec 10, 2020, 02:53 PM IST
গত অগাস্ট মাসে অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা-য় ভূমি পূজা করলেন নয়া সংসদ ভবনের। ভিত্তি প্রস্তর স্থাপন করলেন নতুন সংসদ ভবনের। ২০১৪ সালে প্রথমবার সংসদ ভবনে পা রাখার সময় 'গণতন্ত্রের মন্দির' বলে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী। হল সংস্কৃত, পালি, হিন্দি, উর্দু ভাষায় সর্বধর্মের প্রার্থনাও।
ভূমি পূজনের পর নয়া সংসদ ভবনের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী।
1013
এরপর বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা বিভিন্ন ভাষায় প্রার্থনা করেন।
1113
ভারতের অসামরিক বিমান চলাচল মন্ত্রী হরদীপ সিং পুরি মন্ত্রিসভার পক্ষ থেকে নয়া সংসদ ভবন তৈরির সিদ্ধআন্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। লিখিত ধন্যবাদ বা্র্তা পাঠিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ এবং রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নাইডু-ও।
1213
সবশেষে নয়া সংসদ ভবন দেশবাসীকে উৎসর্গ করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নকরেন্দ্র মোদী।
1313
রতের ৭৫তম ২০২২ সালে ভস্বাধীনতা দিবস উধযাপনের বছরেই নয়া সংসদ ভবনটি তৈরি হয়ে যাওয়ার কথা। এর জন্য খরচ পড়বে ৯৭১ কোটি টাকা।