রাহুল গান্ধী আরও বলেন, কৃষকরা যেমন জমি চাষ করেন, তেমনই মৎসজীবীরা সমুদ্রে চাষ করেন। কৃষকদের জন্য দিল্লিতে পৃথক মন্ত্রক রয়েছে, কিন্তু, মৎসজীবীদের জন্য কোনও মন্ত্রক নেই। দিল্লিতে কেউ মৎসজীবীদের পক্ষে কথা বলে না। কংগ্রেস ক্ষমতায় এলে প্রথমেই ভারতের জেলেদের জন্য নিবেদিত একটি মন্ত্রক তৈরি করবেন। তাতে করে মৎসজীবীদের সমস্যাগুলির সমাধান হবে।