অন্যদিকে প্যারামাউন্ট গোষ্ঠীর চেয়ারম্যান আইভর ইচিকোভিটস বলেছেন, তাঁদের সংস্থার বিকশিত সমস্ত প্রযুক্তিই 'পোর্টেবল উত্পাদন'এর কথা মাথায় রেখে করা হয়েছে। তিনিও দাবি করেছেন তাঁদের যৌথ উদ্যোগে তৈরি কল্যাণী এম ৪, বিশ্বের যে কোনও দেশের সমসাময়িক প্রতিরক্ষা এবং সামরিক প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি করবে। কারণ সাঁজোয়া গাড়ির এই মডেলটিতে একেবারে সাম্প্রতিক উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার সকরা হচ্ছে।