বস্তুত, ইউপিএ গঠনের সময়, ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস জিতেছিল ১৪৫টি আসন। ২০০৯-এর নির্বাচনে তা বেড়ে হয়েছিল ২০৬। কিন্তু ২০১৪ সালে তা নেমে আসে ৪৪ টিতে। ২০১৯-এ সামান্য বেড়ে হয় ৫২। তবে তারপর থেকে হওয়া সমস্ত বিধানসভা ও স্থানীয় নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি হয়েছে। বিশেষ করে বিহার নির্বাচনে তাদের খারাপ ফলের জন্যই মহাজোট জিততে পারেনি বলে জানিয়েছেন নির্বাচনী বিশ্লেষকরা।