২০০৪ সালে কোনও দল বা জোটই এককভাবে সরকার গঠন করার মতো আসন না জেতায়, জাতীয় কংগ্রেস-এর নেতৃত্বে গঠন করা হয়েছিল ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ জোট। তারপর থেকে গত ১৭ বছরে জোটের অনেক সঙ্গীর অদল বদল ঘটেছে। ভারতের রাজনীতিতে হয়েছে অনেক উত্থান-পতন। এর মধ্যে কংগ্রেস সভানেত্রীর পদ ছেড়ে দিলেও, ইউপিএ চেয়ারপার্সনের পদে একটানা থেকে গিয়েছেন সনিয়া গান্ধী। জাতীয় রাজনীতিতে ক্রমশ কংগ্রেসের শক্তি সংকোচনের পর এবার কি তিনি সেই পদও হারাতে চলেছেন? তাঁর পরিবর্তে জোটের নেতা হবেন কি শরদ পওয়ার?