করোনা দেশে ছড়ানো শুরু হওয়ার পর থেকে আগ্রার তাজমহলে দর্শক প্রবেশ নিষিদ্ধ হয়। তারপর থেকে বন্ধই ছিল তাদমহলের দরজা। একইভাবে বন্ধ রাখা হয়েছিল আগ্রা ফোর্টও। আগ্রার এই ২টি দ্রষ্টব্য স্থান ঘিরেই সারা বছর এখানে দেশ বিদেশের পর্যটকদের ভিড় লেগে থাকে। তবে এবার করোনা মহামারি কালে আগ্রার পর্যটনের ক্ষতির পরিমাণ গত ছ-মাসে দাঁড়িয়েছে ২,২০০ কোটি টাকা। এর মধ্যে শুধু টিকিট ফি বাবদ ক্ষতি ৭২ কোটি টাকা। এই পরিস্থিতিতে অবশেষে ২১ সেপ্টেম্বর সোমবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হল তাজমহলের দরজা।