প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কঠোর নিরাপত্তা দেওয়ার জন্য উচ্চ প্রশিক্ষিত কমান্ডো কর্মী মোতায়েন করা হয়েছে। ভারতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্তরগুলি দেখে নেওয়া যাক। পুলিশ ও রাজ্য সরকারের দেওয়া সুরক্ষা বলয় পদ অনুযায়ী পাওয়া যায়। সেখানে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনও আপোষ চলে না। ভারতে সুরক্ষা ব্যবস্থা ছটি সর্বোচ্চ স্তরে বিভক্ত- SPG, Z+ (সর্বোচ্চ স্তর), Z, Y+, Y এবং X।