উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে (UP Elections 2022) ঘিরে ক্রমে বাড়ছে উত্তাপ। তবে এবারের নির্বাচনে ঝড় তুলেছেন হস্তিনাপুরে (Hastinapur) কংগ্রেস (Congress) প্রার্থী অর্চনা গৌতম (Archana Gautam)। এবারের নির্বাচনের সবথেকে গ্ল্যামারাস প্রার্থী এই অর্চনা গৌতম। নির্বাচনে প্রার্থী হতেই ভাইরাল হয়েছিল তাঁর বিকিনি পরা ছবি। বলা হচ্ছে অর্চনাকে কেউ পছন্দ করতে পারেন আবার নাও পারেন, কিন্তু উত্তরপ্রদেশ নির্বাচন ২০২২-এ তাঁকে উপেক্ষা করতে কেউ পারবেন না।