চিন, ভারত, রাশিয়া এবং আমেরিকা-সহ বিশ্বের বহু দেশই, বর্তমানে হাইপারসনিক অস্ত্র প্রযুক্তির অগ্রগতিতে নিযুক্ত রয়েছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস প্রেসিডেন্ট, জেনারেল জন ই হাইটেন (General John E. Highten) বলেছিলেন, চিনের হাতে এখন এমন হাইপারসনিক মিসাইল রয়েছে, যাতে করে তারা যে কোনওদিন আচমকা আমেরিকার উপর পারমাণবিক হামলা চালাতে পারে। তিনি আরও বলেন, চিনের হাইপারসনিক মিসাইলের পুরো বিশ্বকে প্রদক্ষিণ করার ক্ষমতা রয়েছে।