স্বরাজ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক রাম বচ্চন বলেন, 'টেলিভিশনে নুপূর শর্মার প্ররোচনামূলক বক্তব্যের জন্যই কানপুরের সাম্প্রদায়িক উত্তেজনা ও গোষ্ঠীহিংসার ঘটনা ঘটেছে। রাষ্ট্র ক্ষমতার সমর্থনে বিজেপি সারা দেশেই এমন ঘটনা ঘটিয়ে চলেছে। স্বরাজ ইন্ডিয়া কানপুরের ঘটনার তীব্র নিন্দা করে জানাচ্ছে, উত্তর প্রদেশের যোগী সরকারের পুলিশের উচিত নুপূর শর্মাকে অবিলম্বে গ্রেপ্তার করা।'