রাখী কাপুর টন্ডন
২০১৫ সালের আইপিএলে ক্যামেরায় ধরা পড়েন রাখী কাপুর টন্ডন নামে এই সুন্দরী মহিলা। সকল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন তিনি। কে এই সুন্দরী তা জানার জন্য হইচই পড়ে যায়। কিন্তু ম্য়াচের শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তাকে উপস্থিত দেখে চমকে যান সকলে। পরে জানা য়ায়, 'রাস ক্যাপিটাল' নামে একটি কোম্পানির সিইও। একইসঙ্গে সকলের হৃদয় ভেঙে যায় যখন জানতে পারেন তিনি বিবাহিত।