'ক্রিকেটার না হলে জঙ্গী হতেন মঈন আলি', তসলিমার বিতর্কিত ট্যুইটে তোলপার ক্রিকেট বিশ্ব

আইপিএল শুরুর আগেই নয়া বিতর্ক। ইংল্যান্ড তারকা ক্রিকেটার ও এবার সিএসকে তারকা মঈন আলিকে নিয়ে ট্য়ুইট করে বিতর্কে জড়ালেন  বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। যা নিয়ে তোলপার ক্রিকেট দুনিয়া। তসলিমার সমালোচনায় সরব হয়েছে ক্রিকেট মহল। ক্ষুব্ধ মইন আলির বাবাও।
 

Sudip Paul | Published : Apr 7, 2021 5:32 AM IST
18
'ক্রিকেটার না হলে জঙ্গী হতেন মঈন আলি', তসলিমার বিতর্কিত ট্যুইটে তোলপার ক্রিকেট বিশ্ব

এবার আইপিএলে চেন্নাই সুপার কিংস দলে যোগ দিয়েছেন ইংল্যান্ড তারকা মঈন আলি। এবার মঈন আলিকে নিয়ে বিতর্কতি ট্যুইট করলেন বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন।

28

সিএসকে শিবিরে যোগ দিয়েই মদের বিজ্ঞাপন দেওয়া জার্সি পড়তে অস্বীকার করেছিলেন মঈন আলি। যেহেতু ইসলামিক ধর্মে অ্যালকোহলের প্রচার করা বারণ, সে কারণেই তিনি এই আর্জি জানিয়েছিলেন। 
 

38

সিএসকে যদিও বিষয়টি নিয়ে কোনও বিতর্ক তৈরি করেনি। দলের ক্রিকেটারের সিদ্ধান্তকে স্বীকৃতি দিয়ে মঈন আলির জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দেয় চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ।
 

48

সেই প্রসঙ্গেই তসলিমা নাসরিন সোশ্য়াল মিডিয়ায় বিতর্কিত ট্যুইট করেন।  ট্য়ুইটে তিনি লেখেন,'মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকতেন, তবে সিরিয়ায় গিয়ে আইএস-এ যোগ দিতেন। 
 

58

তসলিমা নাসরিনের এই ট্যুইটের পরই সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট বিশ্বে। জাতীয় দলে মঈনের সতীর্থ জোফ্রা আর্চার তো তসলিমার উদ্দেশে পালটা টুইট করে লেখেন, ‘আপনি কি ঠিক আছেন? আমার মনে হয় না আপনি ঠিক আছেন’। এছাড়াও অন্য়ান্য ক্রিকেটাররাও সমালোচনা করেন।
 

68

পরবর্তীতে বিতর্কিত ট্যুইটটি সরিয়ে দেন তসলিমা। অপর একটি ট্যুইটে লেখেন, ওই ট্যুইটটি ব্যাঙ্গাত্নকভাবে করতে চেয়েছিলেন। সেটা অন্যভাবে পরিবেশন করা হয়েছে।

78

কিন্তু তসলিমার ট্যুইট নিয়ে ক্ষুব্ধ মঈন আলির বাবা মুনির আলি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, কখনও দেখা হলে বাংলাদেশি সাহিত্যিককে মুখের উপর এই ঘটনার জবাব দেবেন তিনি। গোটা ঘটনাটিকে ‘জঘন্য’ আখ্যা দিয়েছেন মুনির আলি।
 

88

ফলে আইপিএল শুরুর আগে তসলিমা নাসরিনের এই ট্যুইট নিয়ে সমালোচনা বন্ধ হচ্ছে না ক্রিকেট বিশ্বে। বিতর্ক নিয়ে এখনও কোনও মুখ খোলেননি মঈন আলি। নিজের খেলাতেই মনোযোগ দিয়েছেন সিএসকে তারকা।

Share this Photo Gallery
click me!

Latest Videos