ভারতীয় দলের আগামী ভবিষ্যত হিসেবে যে সকল ক্রিকেটারকে ধরা হচ্ছে তাদের মধ্যে ইশান কিষাণ অন্যতম। আইপিএলে প্রথম ম্যাচেই ৯৯ রানের তার বিধ্বংসী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বের।
220
যদিও ম্য়াচ জিততে না পারার আক্ষেপ রয়েছে ইশান কিষাণের মধ্যে। পঞ্জাবের বিরুদ্ধে দলের বিপদের সময় নেমে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ধরেন তিনি। খেলেন ২৮ রানে ইনিংস। আগামি ম্য়াচগুলিতেও ভাল কিছু করার জন্য মরিয়া হয়ে রয়েছেন তিনি।
320
কিন্তু ক্রিকেটার নয়, প্রেমিক ইশান কিষাণও নেট দুনিয়ায় খুবই চর্চায় থাকে। আর তার যে বান্ধবী, সেই কারণেই চর্চায় থাকাটাই স্বাভাবিক।