এই সুপার হট মডেলের প্রেমে পড়েছেন ইশান কিষাণ, দেখুন ছবির অ্যালবাম, না দেখলেই মিস

Published : Oct 01, 2020, 10:00 PM ISTUpdated : Oct 02, 2020, 09:25 AM IST

গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আরসিবির বিরুদ্ধে প্রথম খেলতে নেমেই নিজের জাত চিনিয়েছেন তরুণ বাঁ-হাতি ব্যাটসম্যান ইশান কিষাণ। ৯৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন তিনি। যদিও সুপার ওভারে ম্য়াচটি হেরে গিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু ইশান কিষাণের ইনিংসের প্রশংসা করেছেন সকলেই। আপনারা কি জানেন, ক্রিকেটার ইশান কিষাণ যতটা অনবদ্য, ততটাই ভাল প্রেমিক ইশান কিষাণ। চলুন জানা যাক ইশান কিষাণের লাভ লাইফ সম্পর্কে।  

PREV
120
এই সুপার হট মডেলের প্রেমে পড়েছেন ইশান কিষাণ, দেখুন ছবির অ্যালবাম, না দেখলেই মিস

ভারতীয় দলের আগামী ভবিষ্যত হিসেবে যে সকল ক্রিকেটারকে ধরা হচ্ছে তাদের মধ্যে ইশান কিষাণ অন্যতম। আইপিএলে প্রথম ম্যাচেই ৯৯ রানের তার বিধ্বংসী ব্যাটিং প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বের।
 

220

যদিও ম্য়াচ জিততে না পারার আক্ষেপ রয়েছে ইশান কিষাণের মধ্যে। পঞ্জাবের বিরুদ্ধে দলের বিপদের সময় নেমে রোহিত শর্মার সঙ্গে ইনিংস ধরেন তিনি। খেলেন ২৮ রানে ইনিংস।  আগামি ম্য়াচগুলিতেও ভাল কিছু করার জন্য মরিয়া হয়ে রয়েছেন তিনি।
 

320

কিন্তু ক্রিকেটার নয়, প্রেমিক ইশান কিষাণও নেট দুনিয়ায় খুবই চর্চায় থাকে। আর তার যে বান্ধবী, সেই কারণেই চর্চায় থাকাটাই স্বাভাবিক।
 

420

ইশান কিষাণ ডেটিং করছেন মডেল অদিতি অদিতি হুন্ডিয়ার সঙ্গে।
 

520

আরসিবির বিরুদ্ধে ইশান কিষাণের অনবদ্য ইনিংস দেখেছেন তার বান্ধবী।          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

620

ম্যাচ হারের পর ভেঙে পড়ছিলেন ইশান। সোশ্যাল মিডিয়ায় অদিতি লিখেছিলেন, 'আমার তোমার জন্য গর্বিত'।                             ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

720

ইশান কিষাণের জন্য অদিতির এই কমেন্ট সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়।             ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

820

তাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে কা আরও একবার স্পষ্ট হয়ে যায় সকলের কাছে।             ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

920

দুজনের জুটিও খুবই সোশ্যাল মিডিয়ায় পছন্দ করেছেন সকলে।               ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1020

এর আগেও ইশান ও অদিতিকে একসঙ্গে দেখা গিয়েছে । যা নিয়ে চর্চাও কম হয়নি।             ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1120

দুজনের একসঙ্গে ছবিও একাধিকবার তারা শেয়ার করেছেন। যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।   ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1220

এর আগে আইপিএলের ম্যাচ দেখার জন্য মাঠেও গিয়েছেন ইশান কিষাণের বান্ধবী অদিতি হুন্ডিয়া। ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1320

মডেল অদিতি হুন্ডিয়া খুবই সুন্দরী ও হট তা নিয়ে কোনও সন্দেহ নেই কারও।          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1420

২০১৯ সালে মিস ইন্ডিয়া কন্টেস্টেও অংশগ্রহন করেছিলেন অদিতি হুন্ডিয়া।                           ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1520

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন এই ইশান কিষাণের বান্ধবী।                           ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1620

খুব ঘন ঘন অদিতি তার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন এই হট মডেল।                          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1720

এক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় খুবই পছন্দ করেন তার ভক্ত ও অনুগামীরা।                            ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1820

অদিতি হুন্ডিয়ার ছবির জন্য অপেক্ষা করে বসে থাকেন তার ফলোয়াররা।  মুহূর্তের মধ্যে ভাইরাল হয় তার ছবি।                              ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1920

সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ারের সংখ্যাও আকাশছোঁয়া। তার ছবিতে লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়।                                   ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

2020

ইশান কিষাণও তার ছবিতে প্রতিক্রিয়া দেন। তাদের মধ্যে যে চুটিয়ে প্রেম চলছে তা বলাই যায়।          ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

click me!

Recommended Stories