জীভে জল আনা কলকাতার সেরা স্ট্রীট ফুড, শীতের আমেজে বেরিয়ে পড়ুন শহরের এই ঠিকানায়


করোনা আবহে রাজ্যে ধীরে ধীরে সুস্থতার হার বাড়ছে। সুস্থতার হার  বেড়ে  ৯২.৭২ শতাংশ। তাই বাইরে ঘুরেও মজা, খেয়েও মজা। আর যাই হোক মানুষের মন থেকে আতঙ্ক-ভীতি কমেছে। বরং যেটা করা দরকার, সেই করোনা নিয়ে মানুষ আগের থেকে বেশি সতর্ক হয়েছে। স্যানিটাইজার নিয়েই বাইরে বেরোচ্ছে, আর কবজি ডুবিয়ে খাচ্ছে। আসলে দীর্ঘ লকডাউনে অর্ডার করে বাড়িতে খাওয়ার হিড়িকটায় একটু ভাটা পড়েছে। তার উপর শহরে শীতের আমেজ, আকাশ পরিষ্কার। এমন সময় শহরের সেরা স্ট্রীট ফুড চেখে না দেখল চলবে কেমন করে। তাই চলুই আজকেই বেরিয়ে পড়া যাক, কাছে পিঠেই সেরা খাবারের খোঁজে। 
 

Asianet News Bangla | Published : Nov 23, 2020 11:01 AM IST / Updated: Nov 23 2020, 04:36 PM IST
16
জীভে জল আনা কলকাতার সেরা স্ট্রীট ফুড, শীতের আমেজে বেরিয়ে পড়ুন শহরের এই ঠিকানায়

ছোলা বাটোরা হলে তো কথায় নেই । শহরে এই শীতের আমেজে গরম বাটোরা খেতে গিয়ে হুমড়ি খেতেই পারেন। একেতো ভীড়, তার উপর দেখলেই জীবে জল ভরে আসবে। বেশী দূরে কোথাও না, ক্য়ামাকস্ট্রীট, রবীন্দ্রসদন মেট্রোর কাছে। 

26

আহা এমন চাট। এযেন চাঁদের হাট। কী নেই সেখানে। পাপড়ি, ঘুঘুনি আছে, আছে নারকেল, ভুজিয়া। খেতে খেতে ভূলেই যাবেন ঘুঘনি না কোনও স্পেশাল চাট। মন ভরে খান, ধর্মতলায়।

36

স্ট্রীট ফুডে চিজ খেতে হলে চলে যান লেকটাউন। মুখ খুলতে ইচ্ছে করবে না। স্বাদে টইটুম্বুর হয়ে বাড়ি ফিরবেন। অথচ পকেটও ঠিক থাকবে। তবে দোকা গেলে সামান্য বাজেট রাখুন।

46

হালকা গলা ম্য়াগি, মুখে দিলেই স্বর্গ সুখ। খেতে হলে চলে যান যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের বাইরে ৩ নং গেটের পাশে। চায়ে দোকানেই তৈরি হয় ফাঁটা ফাঁটি হালকা গলে যাওয়া টেস্টি ম্যাগি।

56

দুর্গা পুজো, কালী পুজো গেল, আজকে জগদ্ধাত্রী পুজোর নবমী। এমন সময় শীতও ঢুকছে। চলে যান চাঁদনিচক, এমন হাজারো একটা দোকান পাবেন। টেস্টি মশালা চিকেনের আইটেম থেকে ভেজিটেবল ঝাঁল ঝাঁল পাকোড়া সবই পেয়ে যাবেন।

66

ঝালমুড়ি খেতে ভালবাসলে চলে যান শোভা বাজার কিংবা শ্যামবাজার। মনের মত ঝালমুড়ি পাশপাশি ফুচকাও পেয়ে যাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos