করোনা আবহে রাজ্যে ধীরে ধীরে সুস্থতার হার বাড়ছে। সুস্থতার হার বেড়ে ৯২.৭২ শতাংশ। তাই বাইরে ঘুরেও মজা, খেয়েও মজা। আর যাই হোক মানুষের মন থেকে আতঙ্ক-ভীতি কমেছে। বরং যেটা করা দরকার, সেই করোনা নিয়ে মানুষ আগের থেকে বেশি সতর্ক হয়েছে। স্যানিটাইজার নিয়েই বাইরে বেরোচ্ছে, আর কবজি ডুবিয়ে খাচ্ছে। আসলে দীর্ঘ লকডাউনে অর্ডার করে বাড়িতে খাওয়ার হিড়িকটায় একটু ভাটা পড়েছে। তার উপর শহরে শীতের আমেজ, আকাশ পরিষ্কার। এমন সময় শহরের সেরা স্ট্রীট ফুড চেখে না দেখল চলবে কেমন করে। তাই চলুই আজকেই বেরিয়ে পড়া যাক, কাছে পিঠেই সেরা খাবারের খোঁজে।