বাংলায় জমজমাটি দুর্গা পুজো, কালী পুজোর পর জগদ্বাত্রী পুজো। সোমবার নবমী। করোনা আবহে এবার পুজোর আয়োজন কম হলেও দর্শনার্থী নেহাত কম নয়। তাই ঠাকুর দেখতে বেরিয়ে সামাজিক দূরত্ব বেশিরভাগ সময় খেয়াল থাকছে না। যেটা আচমকা সংক্রমণ বাড়ার পরে আশঙ্কা বাড়িয়েছে। রাজ্যে এই মুহূর্তে মোট আক্রান্ত ৪৫৬,৩৬১ জন। তার উপর সোমবার শহর ও শহরতলিতে একলাফে পারদ নেমেছে অনেকটাই। অর্থাৎ পরিস্থিতি করোনা সংক্রমণের অনুকূলে। যা নিয়ে রীতিমত চিন্তা রয়েছে রাজ্য। রবিবারের স্বাস্থ্য ভবনের কোভিড বুলেটিন অনুযায়ী সংক্রমণে কী অবস্থা কলকাতা তথা রাজ্য়ের, এবার দেখে নেওয়া যাক।