দক্ষিনেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিয়েই শুক্রবারের সফর শুরু করলেন অমিত শাহ। সেখানে অমিত শাহকে কপালে তিলক পরিয়ে স্বাগত জানান অগ্নিমিত্রা পাল। এরপর পৌছে গেলেন অজয় চক্রবর্তীর বাড়ি। তারপর নিউটাউনের গৌরাঙ্গনগর হয়ে জ্যোতিনগরে হরি গুরুচাঁদ মন্দিরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা। সঙ্গে বাবুল সুপ্রিয়, রাহুল সিনহা, কৈলাশ বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ সহ শীর্ষ স্থানীয় বিজেপির নেতা। সকলেই মেঝে বসে মন খেলেন মতুয়া সম্প্রদায়ের নবীন বিশ্বাসের বাড়িতে।