ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)জেরে আশঙ্কা বাড়ছে উপকূলবর্তী এলাকায়। যশের ভয়ঙ্কর রুপ আরও বাড়িয়ে তুলেছে ভরা কোটাল। ইতিমধ্য়েই উত্তাল সমুদ্র। দিঘাতে যশের প্রভাবে হলদিয়ার হলদি নদীর জল পাড় টপকে গ্রামে ঢুকতে শুরু করেছে। দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। জলে ভাসছে গাড়ি। ওয়াচ টাওয়ার ছাপিয়ে জলোচ্ছ্বাস।টানা বৃষ্টিতে বাড়তে পারে নদীর জলস্তর। অপরদিকে, প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এদিন বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সমস্ত ফ্লাইওভার। দেখুন একের পর এক ছবি।