যশের জেরে দিঘাতে ওয়াচ টাওয়ার ছাপিয়ে জলোচ্ছ্বাস, ভাসছে গাড়ি, বন্ধ করা হল শহরের ফ্লাইওভার


 ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)জেরে  আশঙ্কা বাড়ছে উপকূলবর্তী এলাকায়। যশের ভয়ঙ্কর রুপ আরও বাড়িয়ে তুলেছে ভরা কোটাল। ইতিমধ্য়েই উত্তাল সমুদ্র। দিঘাতে যশের প্রভাবে  হলদিয়ার হলদি নদীর জল পাড় টপকে গ্রামে ঢুকতে শুরু করেছে। দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাস। জলে ভাসছে গাড়ি। ওয়াচ টাওয়ার ছাপিয়ে জলোচ্ছ্বাস।টানা বৃষ্টিতে বাড়তে পারে নদীর জলস্তর। অপরদিকে, প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এদিন বন্ধ করে দেওয়া হয়েছে শহরের সমস্ত ফ্লাইওভার। দেখুন একের পর এক ছবি।

Asianet News Bangla | Published : May 26, 2021 9:57 AM
17
যশের জেরে দিঘাতে ওয়াচ টাওয়ার ছাপিয়ে জলোচ্ছ্বাস, ভাসছে গাড়ি, বন্ধ করা হল শহরের ফ্লাইওভার

 ল্য়ান্ডফলের সময় ঘূর্ণীঝড়ের গতিবেগ হতে পারে ১৩০ থেকে ১৪০ কিমি। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় প্রভাব পড়তে শুরু করেছে।

27

 ঘূর্ণিঝড় যশ (Cyclone Yaas)জেরে  আশঙ্কা বাড়ছে উপকূলবর্তী এলাকায়। দীঘায় ওয়াচ টাওয়ার ছাপিয়ে ব্যাপক জলোচ্ছ্বাস। 

37

যশের ভয়ঙ্কর রুপ আরও বাড়িয়ে তুলেছে ভরা কোটাল। ইতিমধ্য়েই উত্তাল সমুদ্র। দিঘাতে যশের প্রভাবে  হলদিয়ার হলদি নদীর জল পাড় টপকে গ্রামে ঢুকতে শুরু করেছে।

47

সমুদ্রের জল গার্ডওয়াল পেরিয়ে রাস্তায় উঠে এসেছে। টানা বৃষ্টিতে বাড়তে পারে নদীর জলস্তর। যদিও ল্যান্ডফলের অনেক আগেই আমফানের থেকে শিক্ষা নিয়ে এবার পুরোপুরি প্রস্তুত  রাজ্য প্রশাসন।
 

57

দীঘায় ব্যাপক জলোচ্ছ্বাসের জেরে বিপদজ্জনক অবস্থা, ইতিমধ্য়েই জলে ভাসছে গাড়ি।

67


প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা রাজ্যকে বাঁচাতে ১০ জেলায় ইতিমধ্যেই নেমেছে ১৭ কোম্পানি সেনা।
 

77

 প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কায় এদিন বন্ধ করে দেওয়া হয়েছে শহরের গুরুত্বপূর্ণ ৯ টি ফ্লাইওভার

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos