মেট্রোর স্মার্টকার্ডের অনলাইন রিচার্জে ভীড়, কীভাবে বুকিং করবেন জেনে নিন


মেট্রোর দরজা খোলার অপেক্ষায় যাত্রীরা। এগিয়ে আসছে দিন। সামাজিক দূরত্ব বজায় রাখতে আনলক ৪-এ শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারেই অনুমতি দিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  টাকা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। এদিকে স্মার্টকার্ডের অনলাইন রিচার্জ করতে গিয়ে সমস্যায় পড়েছেন যাত্রীরা। মেট্রো সূত্রে খবর,  বুধবার টেকনিক্যাল টিম বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করবে।


 

Asianet News Bangla | Published : Sep 2, 2020 5:09 AM IST
17
মেট্রোর স্মার্টকার্ডের অনলাইন রিচার্জে ভীড়,  কীভাবে বুকিং করবেন জেনে নিন


মেট্রোর দরজা খোলার অপেক্ষায় যাত্রীরা। এগিয়ে আসছে দিন। সামাজিক দূরত্ব বজায় রাখতে আনলক ৪-এ শুধুমাত্র স্মার্ট কার্ড ব্যবহারেই অনুমতি দিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।  


 

27


এবার রিচার্জ কীভাবে করবেন, জেনে নিন। প্রথমে, কলকাতা মেট্রো রেলের ওয়েবসাইট  mtp.indianrailways.gov.in এই ঠিকানায় যেতে হবে, এরপর অনলাইন রিচার্জ অপশনে ক্লিক করতে হবে এরপরে জানাতে হবে স্মার্ট কার্ডের নম্বর। 

37


এরপরই মেল আইডি, যাত্রীর মোবাইল নম্বর, ক্যাপচা কোর্ড  দিতে হবে। টাইপ করে এবার দিতে হবে রিচার্জের অঙ্ক । এস বি আই পেমেন্ট গেটওয়ে মারফত মেটাতে হবে রিচার্জের খরচ।

47

 টাকা দেওয়া যাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে। এরপর কোনও যাত্রী, মেট্রো সফরের আগে স্মার্ট কার্ডটিকে নিয়ে গিয়ে ঠেকাতে হবে স্টেশনের কার্ড ব্যালান্স চেকিং টার্মিনালে। এভাবেই চলবে পরিষেবা।

57

 
তবে আচমকাই একসঙ্গে স্মার্টকার্ডের অনলাইন রিচার্জ করতে গিয়ে বেড়েছে ভীড়। সার্ভারের সমস্যায় পড়েছেন যাত্রীরা। মেট্রো সূত্রে খবর,  বুধবার টেকনিক্যাল টিম বিষয়টি খতিয়ে দেখে দ্রুত সমস্যার সমাধান করবে।

67

  মেট্রোয় অনলাইন রিচার্জের ব্যবস্থায় ১ জন যাত্রী যে কোনও অঙ্কের টাকা রিচার্জ করতে পারবেন তাঁর স্মার্ট কার্ডে। পাশাপাশি, মেট্রোর কাউন্টার থেকে রিচার্জের ক্ষেত্রে যে ১০ শতাংশ ছাড় পাওয়া যায়, সেটাও যোগ হবে স্মার্ট কার্ডে।

77

পাশপাশি যাত্রী সুরক্ষার্থে একাধিক ব্যবস্থা নিতে চলেছে কলকাতা মেট্রো।  করোনা আবহে মেট্রো চালাতে কী কী ব্যবস্থা নেওয়া হবে তার প্রস্তাবও পৌঁছে গিয়েছে দিল্লিতে। দু-তিনদিনের মধ্যে  রাজ্য সরকারের সঙ্গে ফের বৈঠক করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos