রবীন্দ্র সরোবর বা ঢাকুরিয়া লেক দক্ষিণ কলকাতায় অত্যন্ত জনপ্রিয় স্থান। এটি টালিগ়ঞ্জ লেক নামেও পরিচিত। জানা গিয়েছে একটা সময় টালিগ়ঞ্জ এলাকাকে উঁচু করার জন্য মাটি কাটতে গিয়েই এই সুন্দর লেকটি গড়ে উঠেছে। এখানে ভোরে যান কিংবা সন্ধায়, মন ভরে যাবে। গোলপার্ক, লেকগার্ডেনস, টালিগ়্ঞ্জ স্টেশন যেকোনও দিক দিয়েই আপনি এখানে পৌছোতে পারবেন। দেখতে পাবেন রোয়িং করছে অনেকে। ভাগ্য ভাল থাকলে পানকৌড়ি থেকে বড় সাইজের বক পাখিও দেখতে পাবেন। উল্লেখ্য, এখানে কলকাতার সাম্প্রতিক সময়ের বেশ কিছু পুরস্কার প্রাপ্ত দূর্গা মুর্তি রাখা আছে। বহু ছবির শুটিং ও হয় এখানে। তবুও পাবেন নিস্তব্ধতা।