ক্লাস ৮ পাশ করলেই কলকাতায় চাকরি, বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ

করোনার কারণে এমনি বাজারে রোজগার হারিয়েছে অসংখ্য মানুষ। আর এমন সময়ই বড়সড় সুখবর।ক্লাস ৮ পাশ করলেই চাকরি। বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ। এদিকে বেতনও বেশ আকর্ষণীয়। আবেদন করতে হলে ৩ নভেম্বরের মধ্য়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়েসের মধ্য়ের যুবক-যুবতিরা। এসসি, এসটি, ওবিসি-এর ক্ষেত্রে বয়েসে রয়েছে বিশেষ ছাড়।

Asianet News Bangla | Published : Oct 4, 2020 10:58 AM
16
ক্লাস ৮ পাশ করলেই কলকাতায় চাকরি,  বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ


ক্লাস ৮ পাশ করলেই চাকরি। বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় ডাকবিভাগ। এদিকে বেতনও বেশ আকর্ষণীয়। আবেদন করতে হলে ৩ নভেম্বরের মধ্য়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

26

পদ হল প্রশিক্ষিত কারিগর বা স্কিলড আর্টিসন। আবেদন করার শেষ তারিখ ৩ নভেম্বর বিকেল ৫ টার মধ্য়ে। 

36

প্রথম নোটিফিকেশন বের হয়েছিল ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে। এই চাকরি পেলেই পোস্টিং মিলবে কলকাতায়।

46


মোট শূন্য আসন রয়েছে ১৯ টি । এর মধ্যে সব চেয়ে বেশি সংখ্যায় রয়েছে  মোটর ভেইকেল মেকানিক ৮ টি। মোটর ভেইকেল ইলেকট্রিক ৪ টি।

56

আবেদন করতে পারবেন ১৮ থেকে ৩০ বছর বয়েসের মধ্য়ের যুবক-যুবতিরা। এসসি, এসটি, ওবিসি-এর ক্ষেত্রে বয়েসে রয়েছে বিশেষ ছাড়।

66

সরকার স্বীকৃত টেকনিক্য়াল ট্রেড সার্টিফিকেটে অথবা ১ বছরের অভিজ্ঞতা সহ ক্লাইস ৮ পাশ। তবে মোটর ভেইকেলস এর মেকানিক পদে আবেদনের জন্য সংস্লিষ্ট চাকরি পার্থীর হেভি ভেইকেলস এর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos