বউবাজার বিপর্যয়। তখন সবে ফাটল ধরেছে । এক এক করে হেলে পড়ছে বাড়ি। সেই থেকে আতঙ্কের শুরু।
25
জানালা রয়ে গেছে , বাড়ি আর নেই। তিনতলা বাড়ি আজ কেবলই ধ্বংসস্তূপ। ইটের মাঝেই ঢাকা পড়েছে বাড়ির আসবাব।
35
বাড়ি আছে, বাসিন্দা নেই। বুধবার বউবাজারে ভেঙে ফেলা হল বহু বিপজ্জনক বাড়ি। ভাঙা স্তম্ভ থেকে বেরিয়ে এসেছে লোহার রড।
45
হঠাৎ সাত সকালে ভেঙে পড়েছিল বাড়ি। এরপরই নোটিশ জারি। মন্ত্রী সহ আরও ২০ বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে পাঠানোর কাজ শুরু।
55
এই বাড়িতেই কোনওদিন বসেছিল সাধের সংসার। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে আজ আর ওখানে কেউ থাকেন না। বিপজ্জনক তকমা দিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এরা শুধু ধ্বংসের অপেক্ষায়।