বাড়ির ঘিঞ্জি গলি আজ কেবলই ধ্বংসস্তূপ, বিপন্ন বউবাজার

আগেই সরানো হয়েছে বউবাজারে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের। এবার একে একে বাড়ি ভাঙা শুরু করল মেট্রো রেল কর্তৃপক্ষ। যার জেরে একদা ইমারতের স্থান আজ কেবলই ধ্বংসস্তূপ। চারিদিকে শুধু বসতভিটে হারানোর হাহাকার। চোখের জল বাধ মানছে না স্যাঁকরাপাড়া, দুর্গা পিতুরি লেনের বাসিন্দাদের।

debojyoti AN | Published : Sep 11, 2019 10:27 AM IST / Updated: Sep 11 2019, 04:00 PM IST
15
বাড়ির ঘিঞ্জি গলি আজ কেবলই  ধ্বংসস্তূপ, বিপন্ন বউবাজার
বউবাজার বিপর্যয়। তখন সবে ফাটল ধরেছে । এক এক করে হেলে পড়ছে বাড়ি। সেই থেকে আতঙ্কের শুরু।
25
জানালা রয়ে গেছে , বাড়ি আর নেই। তিনতলা বাড়ি আজ কেবলই ধ্বংসস্তূপ। ইটের মাঝেই ঢাকা পড়েছে বাড়ির আসবাব।
35
বাড়ি আছে, বাসিন্দা নেই। বুধবার বউবাজারে ভেঙে ফেলা হল বহু বিপজ্জনক বাড়ি। ভাঙা স্তম্ভ থেকে বেরিয়ে এসেছে লোহার রড।
45
হঠাৎ সাত সকালে ভেঙে পড়েছিল বাড়ি। এরপরই নোটিশ জারি। মন্ত্রী সহ আরও ২০ বাড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে পাঠানোর কাজ শুরু।
55
এই বাড়িতেই কোনওদিন বসেছিল সাধের সংসার। ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জেরে আজ আর ওখানে কেউ থাকেন না। বিপজ্জনক তকমা দিয়ে একের পর এক বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। এরা শুধু ধ্বংসের অপেক্ষায়।
Share this Photo Gallery
click me!

Latest Videos