এছাড়া একদিনে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাটাও কমেছে৷ গত ২৪ ঘন্টায় ২০ জন কমে মোট সংখ্যাটা ৬ হাজারের নিচে নেমে এল৷ তথ্য অনুযায়ী,৫,৮৯০ জন৷ শনিবার সংখ্যাটা ছিল ৫,৯১০ জন৷ শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬,১১৪ জন৷ অর্থাৎ কলকাতায় প্রতিদিনই কমছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৷