কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে হয়েছে এবার ১৭ ৷ তবে একটাসময় এই সংখ্যাটাই পৌঁছে গিয়েছিল ৩৯ এ৷ পাশাপাশি একদিনের হিসেবে শহর কলকাতায় কমেছে আক্রান্ত ও মৃতের সংখ্যা৷ কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷ অপরদিকে কলকাতাবাসীর জন্য সুখবর, যা স্বস্তি দেবে। একদিনে মৃতের সংখ্যা ১০ এর নিচে নামল৷ রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতাতে মৃত্যু হয়েছে ৮ জনের৷ এদিকে কমেছে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যাও৷