আজ থেকে ফের বাড়ল মেট্রোর সংখ্যা, জানুন কখন-কোথায় ছবিতে-ছবিতে

Published : Jul 19, 2021, 09:24 AM ISTUpdated : Jul 19, 2021, 04:56 PM IST

সোমবার থেকে ফের বাড়ল মেট্রোর সংখ্যা। উল্লেখ্য, কোভিডের দ্বিতীয় ঢেউয়ের আক্রান্ত হয়েছিল চালক সহ অনেক রেল স্টাফ। তারপরেই কার্যত লকডাউনে স্তব্ধ হয়ে যায় কলকাতা মেট্রো। তবে সংক্রমণের মাত্রা কমতেই ফের চালু হয়ে কলকাতা মেট্রো পরিষেবা। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাই থেকে ২০৮ টি মেট্রো চালানো হবে। জানুন বিস্তারিত ছবিতে-ছবিতে।  

PREV
16
আজ থেকে ফের বাড়ল মেট্রোর সংখ্যা, জানুন কখন-কোথায় ছবিতে-ছবিতে


মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জুলাই সোমবার থেকে ২০৮ টি মেট্রো চালানো হবে। এতদিন পর্যন্ত ১৯২ টি মেট্রো চলছিল।

26


 সোমবার থেকে শুক্রবার কাজের দিনে সকাল এবং সন্ধেবেলা অফিস যাত্রীদের চাপ থাকে। তাই এই সময়ে আরও ১৬ টি ট্রেন বাড়ানো হচ্ছে।

36

 সপ্তাহের কাজের দিনে সকাল এবং সন্ধে বেলায় প্রতি ৬ মিনিট অন্তর মেট্রো চলছে।সোমবার প্রথম ট্রেন ছেড়ে গিয়েছে সকাল ৮ টায়।

46

উল্লেখ্য, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রওনা দেবে ট্রেন। 

56

কোভিড পরিস্থিতিতে মানতে হবে স্বাস্থ্যবিধি ।তবে চড়তে পারবেন মেট্রো রেলে। তবে একগুচ্ছ শর্তের ভিত্তিতে ৫০ শতাংশ যাত্রী নিয়ে ১৬ জুলাই শুক্রবার থেকে শুরু হয়েছে সাধারণের জন্য মেট্রো পরিষেবা। 

 

66

 প্রতিটা কামরায় একটা সিট অন্তর অন্তর ক্রস চিহ্ন দেওয়া হয়েছে । এই রকম ৬০০ জন যাত্রীর আসন নির্ধারণ করা হয়েছে সামাজিক দূরত্ব মেনে দাঁড়িয়ে যেতে পারবেন যাত্রীরা।  


 

click me!

Recommended Stories