শনিবার মেঘলা আকাশে বাড়তে পারে ভ্যাপসা গরম, আজও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে

Published : Mar 20, 2021, 09:49 AM ISTUpdated : Mar 20, 2021, 09:58 AM IST

শনিবার  সারাদিন  আকাশ আংশিক মেঘলা থাকবে শহর ও শহরতলিতে। রাজ্যের তাপমাত্রা ফের স্বাভাবিকের উপরে পৌঁছেছে। সপ্তাহের  সোমবার থেকে ক্রমশ বাড়ছে তাপমাত্রা। আগামী তিন-চার দিনে ৩ থেকে ৫ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।মূলত আগামী তিন দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাতে চলেছে ৪০ ডিগ্রিতে। সারা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই ।

PREV
16
শনিবার মেঘলা আকাশে বাড়তে পারে ভ্যাপসা গরম, আজও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই শহরে


আগামী ২ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পৌঁছাতে চলেছে ৪০ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা গুলোতে এখন তাপমাত্রা রয়েছে ৩৮ এর আশেপাশে। আগামী ২ দিনের তা পৌঁছে যাবে  ৪০ ডিগ্রিতে। 

26


এক কথায় বলা যায় তাপমাত্রা আগামী ২ দিনের আরও খানিকটা বাড়বে। বৃষ্টিপাতের যদিও কোনও সম্ভাবনা নেই সারা রাজ্য জুড়ে। 

36


কারণ কোনও সিস্টেম এখনও পর্যন্ত তৈরি হয়নি বঙ্গোপসাগরের উপর। তার জন্য বিশেষভাবে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। 

46


তাই বলা যেতেই পারে দিনের বেলায় ও রাতের বেলায় আরও অস্বস্তি বাড়তে চলেছে সারা রাজ্য জুড়ে। 

56


বৃষ্টি হলেও সেগুলো বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে, কিন্তু তারও সম্ভাবনা অনেক কম।

66


আবহাওয়া দফতরে খবর অনুযায়ী, শনিবার  শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৬.৩ ডিগ্রি সেলসিয়ার্স।  স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রী। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি উপরে।বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ এবং সর্বনিম্ন ১৮ শতাংশ।

click me!

Recommended Stories