করোনা সংক্রমণের জেরে জেরবার কলকাতা তথা রাজ্য। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে করোনার সংখ্যা। বিশেষ করে কোভিড টেস্টের সংখ্য়া বৃদ্ধির পরেই করোনা পজিটিভের খোঁজ মিলছে। তবু যেখানে বাধ্যতামূলক কোভিড টেস্ট হচ্ছে সেখানে উপসর্গহীন করোনা রোগীরাও ধরা পড়ছে। কিন্তু টেস্ট না করানো হলে আক্রান্তরা নিজেও জানতে পারছেন না যে তিনি করোনা আক্রান্ত। আর অজান্তেই ছড়াচ্ছেন করোনা সংক্রমণ। তবে এবার মৃত্যুর পর কিংবা শেষ মুহূর্তে করোনা পজিটিভ ধরা পরার ঘটনা কমবে। যেহেতু নেগেটিভ রিপোর্ট আসলেও করোনা উপসর্গ থাকলেই পুনরায় নিশ্চিত রিপোর্ট পেতে আরটি-পিসিআর পদ্ধতিতে পরীক্ষা করাতে নির্দেশ দিয়েছে কেন্দ্র। তবে এত কিছুর পরেও বাংলা, করোনা সংক্রমণে ২ লাখের সীমা পার করল।