আজ জগদ্ধাত্রী পুজো, কোভিড বিধি মেনেই অষ্টমীতে জমজমাট বাংলা, দেখুন ছবি

রাজ্যজুড়ে  চলছে জগদ্ধাত্রী পুজো। রবিবার অষ্টমী। কলকাতার পাশপাশি জেলায়-জেলায় চলছে জগদ্ধাত্রী পুজো।তবে রাজ্যের সবচেয়ে জাঁকজমক করে পুজো হয় চন্দননগরে। দুর্গা পুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো।  কোনও কোনও জায়গায় সপ্তমী থেকে নবমী পর্যন্ত সাড়ম্বরে পুজো চলে। তবে এবছর করোনার জেরে সেই জাঁকজমক পুজো অনেকটাই ম্লান।  

Asianet News Bangla | Published : Nov 22, 2020 5:00 AM IST / Updated: Nov 22 2020, 10:42 AM IST

15
আজ জগদ্ধাত্রী পুজো, কোভিড বিধি মেনেই অষ্টমীতে জমজমাট বাংলা, দেখুন ছবি

জগদ্ধাত্রী পুজো চলছে রাজ্যজুড়ে। রবিবার অষ্টমী। কলকাতার পাশপাশি জেলায়-জেলায় চলছে জগদ্ধাত্রী পুজো।

25


তবে এবছর করোনার জেরে সেই জাঁকজমক পুজো অনেকটাই ম্লান। তবে রাজ্যের সবচেয়ে জাঁকজমক করে পুজো হয় চন্দননগরে। 

35

দুর্গা পুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় জগদ্ধাত্রী পুজো।  কোনও কোনও জায়গায় সপ্তমী থেকে নবমী পর্যন্ত সাড়ম্বরে পুজো চলে। 

45

 চলতি বছরে চন্দননগরে মোট ১৭১ টি পুজো হচ্ছে। করোনা পরিস্থিতিতে এবার ৯ টি পুজো কমিটি ঘট পুজো করেছে। 

55


অপরদিকে, এরই সঙ্গে কোভিড বিধি মেনে আলো-মন্ডপ সজ্জায় বাজেট কমানোর সিদ্ধান্ত নিয়েছে পুজো কমিটিগুলি।  

Share this Photo Gallery
click me!
Recommended Photos