কোভিডে বাংলার অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। কলকাতা সহ সারা রাজ্যে বেড বাড়ানো হলেও এই মুহূর্তে কলকাতায় সরকারি-বেসরকারি মিলিয়ে আর মাত্র খালি বেডের সংখ্যা ১৫০০ টি। অ্যাম্বুলেন্সের ঘাটতিও দেখা দিয়েছে রাজ্যে। তাই এই মুহূর্তে অ্যাম্বুলেন্সের ঘাটতি মেটাতে অ্যাপ ক্য়াব নামাচ্ছে সিটু। এখানেই শেষ নয় ভোটের ধাক্কায় বন্ধ একাধিক ভ্যাকসিন সেন্টার কোভিড টেস্টিং সেন্টার। এদিকে মঙ্গলবারের স্বাস্থ্য ভবনের করোনা বুলেটিন অনুযায়ী,রাজ্যে একদিনে মৃত ৭৩ জন এবং সংক্রমণ ১৬ হাজার ৪০৩ জন। তাই সবদিক থেকে এই মুহূর্তে কলকাতা তথা রাজ্যে কোভিড পরিস্থিতি নিয়ে যাবতীয় নথ্যের হালহকিত সহ বুলেটিনের আবডেট থাকল, দেখুন ছবিতে-ছবিতে।