কালোবাজারির খাতায় নাম লেখাল এবার কোভিড দেহ সৎকারের ব্য়বসা। করোনা বাংলায় আসার পরেই পিপিই-স্য়ানিাটইজার, মাস্ক নিয়ে একের পর এক দুর্নীতির অভিযোগ আসে। আর এবার রমরমিয়ে শহরের বুকে চলছে ফিউরেনাল সার্ভিস নামের আড়ালে মোটা টাকার ব্য়বসা।জানা গিয়েছে, বেসরকারি হাসপাতালে মৃতের পরিবারের থেকে কোভিডের দেহ সৎকারের জন্য ৭ থেকে ১০ টাকা চাওয়া হচ্ছে। ১৫ হাজারের বায়নাও শুনেছে অনেক পরিবার।এই ঘটনা প্রকাশ্য়ে আসতেই পুর-প্রশাসক মন্ডলির এক সদস্য পুরোপুরি অন্য কথা জানিয়েছেন, কোভিড দেহ সৎকারের ক্ষমতা কলকাতা পুরসভা হারিয়েছে। তাই দুটি সংস্থা ও বেসরকারি হাসপাতালের হাতে বিষয়টি ছাড়া হয়েছে। বেসরকারি হাসপাতালও দিব্য়ি দায় এড়ানোর চেষ্টা মুখ বন্ধ রেখেছে।