RoundUp 2021: মমতা নাকি অভিষেক, বিধানসভা থেকে শুরু করে পুরযুদ্ধ শেষে জনপ্রিয়তার শীর্ষে কে

একুশে তৃতীয়বারের জন্য বাংলা জয়ের পর তৃণমূলের(Trinamool Congress) প্রধান লক্ষ্য এবার দিল্লি। ইতিমধ্যেই শুরু হয়েছে গিয়েছে চব্বিশের ঘুঁটি সাজানোর প্রক্রিয়া। এদিকে এতদিন বকলমে সর্বভারতীয় তকমা থাকলেও বর্তমানে বাস্তবের মাটিতে সর্বভারতীয় হয়ে উঠতে মরিয়া ঘাসফুল শিবির। আর এই রাস্তা আরও মসৃণ করতে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নেমেছেন পিসি-ভাইপো

Jaydeep Das | Published : Dec 26, 2021 9:16 PM / Updated: Dec 29 2021, 09:26 AM IST
110
RoundUp 2021: মমতা নাকি অভিষেক, বিধানসভা থেকে শুরু করে পুরযুদ্ধ শেষে জনপ্রিয়তার শীর্ষে কে

চলতি বছরেই আগের থেকেই সাংগঠনিক ক্ষমতা অনেকটাই বেড়েছে অভিষেক বন্দোপাধ্যায়ের(Abhishek Banerjee)। এবারেই অভিষেককে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের(All India General Secretary) আসনে বসিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়(Trinamool supremo Mamata Banerjee)। রাজনৈতিক বিশেষজ্ঞদের মত তারপর থেকেই ধারেভারে মমতাকেই জোর টক্কর দিচ্ছেন অভিষেক। গোয়ায় সংগঠন বিস্তার হোক বা ত্রিপুরা, প্রতিক্ষেত্রেই বড়সড় ছাপ রেখেছেন অভিষেক।

210

শেষ বিধানসভা ভোটে রাজ্যেই বিপুল সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল-কংগ্রেস(TMC)। ঘাসফুল ঝড়ে কার্যত উড়ে গিয়েছে বিরোধীরা। এমনকী বামেদের ভাগ্যে জোটেনি একটিও আসন। সেখানে যে সমস্ত এলাকাগুলিতে মূল দায়িত্ব ছিল অভিষেকের কাঁধে সেখানে ভালো ফল করেছে দল।

310

এদিকে সম্প্রতি কয়লা পাচার কাণ্ডে(case of coal smuggling) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর পর দলের ভাবমূর্তি যে অনেকটাই ক্ষুন্ন হয় তা টের পেয়েছিলেন অনেকেই। অভিষেক তার স্ত্রী রুজিরাকে দিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য সমনও পাঠিয়েছিল ইডি। তবে ভোটের ময়দানে যাতে তার প্রভাব না পড়ে তা কড়া হাতে প্রতিরোধ করতে দেখা যায় কালীঘাটের যোগ্য উত্তরসূরি তথা মমতার অন্যতম সেনানিকে।

410

এদিকে বিধানসভা ভোটের পর এবারের পুরভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় ফিরেছে তৃণমূল-কংগ্রেস। ১৪৪টির মধ্যে ১৩টি আসনই গিয়েছে ঘাসফুল শিবিরের দখলে। এদিকে পুরভোটের(KMC election) আগে প্রচারাভিযানে মমতার সঙ্গেই কোমর বেঁধে নামতে দেখা যায় অভিষেককে।

510

অন্যদিকে ২০২২ সালের গোড়াতেই তৃণমূল-বিজেপির হেভিওয়েট নেতাদের আগরতলা সফরের সম্ভাবনা নিয়ে জল্পনা তুঙ্গে। আগেই জানা গিয়েছিল, বছরের শুরুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন আগরতলা  সফরে। যা নিয়েও উঠে আসছে একাধিক তথ্য। এদিকে ত্রিপুরায় তৃণমূলের উত্থানের পিছনে যে অভিষেকের বড় হাত রয়েছে তা অনস্বীকার্য।

610

তবে প্রশান্ত কিশোরের মত ভোট কুশলীর হাত ধরা হোক বা দিল্লির রাজনীতির মঞ্চে ধীরে ধীরে শক্ত মাটি তৈরি, প্রতিক্ষেত্রেই কার্যত এগিয়ে রয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। ২০২৪-র লোকসভা ভোটে মমতাই যদি বিরোধী শিবিরের প্রধান মুখ হয়ে যান, তাতে বিশেষ অবাক হওয়ার কিছু থাকবে না।

710

এদিকে আর কয়েক মাস বাদেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)আপাতত ছোট রাজ্য থেকেই জাতীয় স্তরে জায়গা তৈরি করে নেওয়ার কাজ শুরু করেছে বাংলার শাসক দল। ইতিমধ্যেই গোয়ায় জোরকদমে চলছে প্রচার, যোগদান কর্মসূচি। সেখানেও বড় ভূমিকা রাখছেন অভিষেক।

810

এদিকে আর কয়েক মাস বাদেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)আপাতত ছোট রাজ্য থেকেই জাতীয় স্তরে জায়গা তৈরি করে নেওয়ার কাজ শুরু করেছে বাংলার শাসক দল। ইতিমধ্যেই গোয়ায় জোরকদমে চলছে প্রচার, যোগদান কর্মসূচি। সেখানেও বড় ভূমিকা রাখছেন অভিষেক।

910

এদিকে আর কয়েক মাস বাদেই গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election)আপাতত ছোট রাজ্য থেকেই জাতীয় স্তরে জায়গা তৈরি করে নেওয়ার কাজ শুরু করেছে বাংলার শাসক দল। ইতিমধ্যেই গোয়ায় জোরকদমে চলছে প্রচার, যোগদান কর্মসূচি। সেখানেও বড় ভূমিকা রাখছেন অভিষেক।

1010

অন্যদিকে মমতার পাশাপাশি দেশে মোদী বিরোধী মুখ হিসাবে আগের থেকে অনেকটাই উঠে এসেছেন অভিষেক বন্দোপাধ্যায়। এমনকী তাঁর সাংগঠনিক ক্ষমতা নিয়ে প্রশংসা করতে দেখা গিয়েছে প্রশান্ত কিশোর মত ভোট কুশলীকে। তবে রাজনৈতিক অভিজ্ঞতায় তৃণমূলের অভ্যন্তরেই মমতার থেকে গ্রহণযোগ্য মুখ হওয়া অভিষেকের পক্ষে এই মুহূর্তে অসম্ভব, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos