Published : Nov 22, 2020, 10:30 AM ISTUpdated : Nov 22, 2020, 10:42 AM IST
রাজ্যজুড়ে চলছে জগদ্ধাত্রী পুজো। রবিবার অষ্টমী। কলকাতার পাশপাশি জেলায়-জেলায় চলছে জগদ্ধাত্রী পুজো।তবে রাজ্যের সবচেয়ে জাঁকজমক করে পুজো হয় চন্দননগরে। দুর্গা পুজোর মতো ষষ্ঠী থেকে শুরু হয় পুজো। কোনও কোনও জায়গায় সপ্তমী থেকে নবমী পর্যন্ত সাড়ম্বরে পুজো চলে। তবে এবছর করোনার জেরে সেই জাঁকজমক পুজো অনেকটাই ম্লান।