বৃহস্পতিবার বাংলা সংষ্কৃতি থেকে আদিবাসি নৃত্য-র তৃণমূলের বর্ণাঢ্য যাত্রায় মেতে উঠল কলকাতার রাজপথ। 'মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে যেভাবে বিগত দিনগুলি তৃণমূল পরিচালিত কলকাতা পুরসভা তার দায়িত্ব ও কর্তব্য পালন করেছে, তাতে মানুষ আসন্ন পুরভোটে তৃণমূল কংগ্রেসকে পুরোপুরি সমর্থন দেবে', বলে জানালেন ফিরহাদ হাকিম।