কলকাতার বিশ্ব পর্যটন দিবস পালন করল ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কলকাতার রাস্তায় ভরে গেল হলুদ পতাকা লাগানো গাড়ি।
তবে শুধু চার চাকাই নয় শহরের উত্তর থেকে দক্ষিণে বাইক নিয়েও র্যালি করা হয়েছে। ছুটে আসছে দুধ সাদা আরও এক চার চাকা বিশ্ব পর্যটনের দিনকে স্মরণ করেই।
পার্ক সার্কাস থেকে শুরু হয়ে গড়িয়াহাট, মুকুন্দপুর, রুবি হয়ে সিটি সেন্টার ওয়ানের সামনে তা শেষ হয়। রবিবার ছুটির দিনে ফাঁকা রাস্তায় সারি দিয়ে দাড়িয়েছে গাড়িগুলি।
বিশ্ব পর্যটন দিবস পালন করলেন ট্রাভেল এজেন্ট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সদস্যরা। রবিবার উদ্যোক্তাদের বক্তব্য,'আগামী দিনে করোনা থাকবে।এই করোনা নিয়ে আগামী দিনে আমাদের চলতে হবে'।
পাশাপাশি 'এই পরিস্থিতিতে পর্যটন শিল্পকে বাঁচাতে সামাজিক দুরত্ব মেনে চলতে হবে' বলে জানান উদ্য়োক্তারা।
Ritam Talukder