এক পাসেই চড়ুন বাস-ট্রাম-ফেরি, বৃহস্পতিবার থেকেই সেরা ভ্রমণের অভিজ্ঞতা নিন কলকাতায়

শহরকে নতুন বছরে নতুন উপহার দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। যাত্রী পরিষেবাকে আরও সুন্দর করে তুলতে ২১ জানুয়ারি থেকে হপ অপ হপ অফ- পাস চালু করছে রাজ্য। পরিবহণ সূত্রে খবর, বুধবার থেকে বিভিন্ন ডিপোতে এই পাস পাওয়া যাবে। লন্ডন এবং সিটি ট্যুরের আদলেই তৈরি হয়েছে এই টিকিট ব্যবস্থা।
 

Asianet News Bangla | Published : Jan 20, 2021 6:18 PM
15
এক পাসেই চড়ুন বাস-ট্রাম-ফেরি, বৃহস্পতিবার থেকেই সেরা ভ্রমণের অভিজ্ঞতা নিন কলকাতায়
ডব্লুবিটিসি-র বাস চড়ুন সারাদিন নিশ্চিন্তে। শুধু 'হপ অপ হপ অফ' এই পাস থাকলেই কেল্লা ফতে।
25
বাস থেকে নেমে ট্রামে চড়ুন , কাটতে হবে না কোনও টিকিট। ওই একই পাসেই ভ্রমণ করুন। এই বিশেষ পাসের দাম ১০০ টাকা।
35
১০০ টাকা এই পাস আপনি পাবেন যেকোনও ডব্লুউবিটিসি এর যেকোনও বাস ডিপোতে পাওয়া যাবে। চড়া যাবে সরকারি এই ফেরিও একই পাসে।
45
২১ জানুয়ারি বৃহস্পতিবার থেকেই চালু হচ্ছে এই বিশেষ পাস পরিষেবা শহর কলকাতায়। আর লাগবে না বার বার টিকিট কাটতে। ভোগান্তি ছাড়াই যেতে পারবেন কর্মস্থলে।
55
২০ টার অধিক পাস কিনলে ১০ শতাংশ ছাড় মিলবে। মূলত, লন্ডন এবং সিটি ট্যুরের আদলেই তৈরি হয়েছে এই টিকিট ব্যবস্থা। বাসে-ট্রামে-ফেরিতে পৌছে যান কাল থেকেই এক পাসে নিকটবর্তী স্টেশনে।
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos