শহরকে নতুন বছরে নতুন উপহার দিচ্ছে রাজ্য পরিবহণ দফতর। যাত্রী পরিষেবাকে আরও সুন্দর করে তুলতে ২১ জানুয়ারি থেকে হপ অপ হপ অফ- পাস চালু করছে রাজ্য। পরিবহণ সূত্রে খবর, বুধবার থেকে বিভিন্ন ডিপোতে এই পাস পাওয়া যাবে। লন্ডন এবং সিটি ট্যুরের আদলেই তৈরি হয়েছে এই টিকিট ব্যবস্থা।