দক্ষিণ আন্দামান সাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত বর্তমানে রয়েছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে। রবিবার বিকেলেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। কলকাতাতেই প্রস্তুত এনডিআরএফ-র ১৭ টি টিম। এই ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে এগোবে।অভিমুখ হতে পারে দক্ষণ ওড়িশা এবং অন্ধ্র উপকূল। মঙ্গলবার সেটি আছড়ে পড়তে পারে উপকূলবর্তী এলাকায়। এরফলে সোমবার দুপুর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। চলুন হাওয়া অফিসের গুরুত্বপূর্ণ তথ্যের সঙ্গে দেখে নেওয়া যাক পরপর ছবি।