পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে কিছুক্ষণের মধ্যেই পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে।