শুক্রবার সারাদিনই শহর ও শহরতলির আকাশ মেঘলা ছিল। বঙ্গোপসাগরে ক্রমেই সক্রিয় হচ্ছে নিম্নচাপ। আগামী ২৪ ঘন্টায় অতি উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টিপাত হবে জানাল হাওয়া অফিস। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে।শুক্রবার এই মুহূর্তে বিকেল ৬ টা ৩ মিনিটে শহরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস।