উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে।
36
বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হবে আসাম মেঘালয় সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে। এর ফলে উত্তরবঙ্গের নদীর জল স্তর বাড়ার আশঙ্কা নিচু এলাকা প্লাবনের আশঙ্কা।
46
দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সর্তকতা নেই। দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে।কখনো কখনো পুরো মেঘলা বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে।
56
নিম্নচাপ বিহারে অবস্থান করছে নিম্নচাপ থেকে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে মৌসুমী অক্ষ রেখা নিম্নচাপ এলাকার ওপর দিয়ে মালদা হয়ে বাংলাদেশের ওপর দিয়ে নাগাল্যান্ড পর্যন্ত। এর টানেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এবং বৃষ্টি বাড়ছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য।
66
হাওয়া অফিস সূত্রে খবর, হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ১ ডিগ্রি নীচে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক ৯৮ শতাংশ এবং ন্যুনতম ৭৭ শতাংশ।